Biography

বৃন্দাবন দাস

বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেছিলেন বিথঙ্গল গ্রামে৷ তাঁর ছিল প্রচুর ভূসম্পত্তি৷ তবে অকারণে তিনি টাকা পয়সা ব্যয় করতেন না৷ তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য অর্থ সঞ্চয় শুরু করেন এবং ঐ অর্থ দিয়ে ১৯৩১ সালে প্রতিষ্ঠা করেন হবিগঞ্জ বৃন্দাবন কলেজ৷ কালেক্রমে এটিই হয়ে ওঠে সমগ্র হবিগঞ্জ জেলার শিক্ষাক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান৷ তাঁর পুত্র বিনয় ভূষণ দাসও পরবতর্ী সময়ে নানান সমাজসেবামূলক কাজে যোগ দেন৷ তিনি একজন হোমিওপ্যাথ ডাক্তার ছিলেন৷ তিনি গরিব রোগীদের বিনা টাকায় চিকিত্‍সা করতেন৷