Biography

ফকির চাঁদ

ফকির চাঁদ ১৮৮১ সালে জাতুকর্ণ পাড়ায় জন্মগ্রহণ করেন৷ তাঁর পিতা আয়াতুল্লা তত্‍সময়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখেন৷ ফকির চাঁদ ১৯০০ সালে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন৷ পরে বি.টি- ডিগ্রি লাভ করে সিলেট সরকারি হাই স্কুলে সহকারী হেডমাষ্টার হিসেবে শিক্ষকতা করেন৷ দীর্ঘকাল চাকরি করার পর ১৯৫২ সালে তিনি মৃতু্যবরণ করেন৷ তাঁর উত্তরসূরীগণ বর্তমানে সিলেট নয়া সড়কে বসবাস করে আসছেন৷