আতিকুল হাসান
খান বাহাদুর রফিকুল হাসানের দ্বিতীয় পুত্র আতিকুল হাসান কামালখানী মহল্লায় ১৮৯৫ সালে জন্মগ্রহণ করেন৷ ১৯২৫ সালে 'এর্শাদে মুর্শেদ' নামে তাঁর একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল৷ পেশোয়ারের পীর হযরত শাহ আহছান উল্লাহ সাহেবের জীবন ও উপদেশ বিষয়ে এই গ্রন্থে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ আছে৷ আতিকুল হাসান অল্প বয়সেই ১৯৩৮ সালে মৃতু্যবরণ করেন৷ তিনি নিজকে সর্বদা ইসলামী কর্মকাণ্ডে নিয়োজিত রাখতেন বলে জানা যায়৷
Post By : Aunik Rahman || Date:2013-04-09 Source: বানিয়াচঙ্গের শত জন