তামাবিল ইমিগ্রেশনে তিন বাংলাদেশিকে ফেরত দিলো ভারত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
২২ দিন কারাভোগের পর শনিবার বিকেলে তাদের তামাবিল ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করা হয়। ভারতে অনুপ্রবেশের দায়ে কানাইঘাট সীমান্তের ওপার থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করেছিল।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার করুণাময় দাশের ছেলে পান্না দাশ (২৫), একই উপজেলার মৃত ছয়ফুল্লাহর ছেলে আছকির মিয়া (৫০) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাবিল মিয়ার ছেলে কবির মিয়া (২৩)।
তামাবিল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গত ২১জুন কানাইঘাট সীমান্ত দিয়ে
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন এই তিন ব্যক্তি। ভারতে প্রবেশের পর বিএসএফের হাতে আটক হন তারা। ভারতের কারাগারে ২২ দিন থাকার পর শনিবার তাদের বাংলাদেশে ফেরত পাঠায় সেদেশের পুলিশ।
Post By : Aunik Rahman || Date:2013-07-21 Source: বাংলানিউজটোয়েন্টিফোর.কম