বানিয়াচংয়ে ব্র্যাক ব্যাংকের উদ্বোধনী

বানিয়াচংয়ে ব্র্যাক ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা হিসাবে নয় আজ ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিজ এলাকায় ব্র্যাঞ্চ উদ্বোধন করতে এসেছি। নিজ এলাকার উন্নয়নে ব্র্যাকসহ সকল প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সব রকম চেষ্টা করব। তিনি ব্র্যাকের বিনামুল্যে দারিদ্র বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবাসহ বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে চালু হওয়ার উদারহরণ তুলে ধরে এ অঙ্গীকার করেন। গতকাল সকালে বড় বাজারে ব্যাংকের উদ্বোধনকালে তার সাথে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ভাষাসৈনিক জাকারিয়া খান চৌধুরী, স্যার ফজলে হাসান আবেদ এর ছোট ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া ও মোহাম্মদ আলী মমিন, সাবেক ইউপি চেযারম্যান ওয়ারিশ উদ্দিন খান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব হারুন মিয়াসহ এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।